সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার

https://me.muradulislam.me/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ab%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc/31460819_10213829154517545_6996382326727353026_n/

 

এই ছবিটি গুরুচণ্ডালী গ্রুপে পেলাম, সম্ভবত কোন ভাইরাল পোস্ট।

ছবিটি দেখে আমার প্রাচীন মিশরের পেলুসিয়ামের যুদ্ধের (৫২৫ বিফোর কমন এরা) কথা মনে পড়লো। যেখানে পারস্যের সম্রাট প্রথমবারের মত মিশরকে হারিয়েছিলেন যুদ্ধে।

মিশরীয়রা বিড়ালকে খুব শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখত। তাদের দেবতা বাস্টেট; ফার্টিলিটি, পবিত্রতা, বিপদ থেকে রক্ষা ইত্যাদির প্রতীক।

চতুর পারসিকরা যুদ্ধে নিজেদের সামনে বিড়াল রেখে দিয়েছিল। বিড়াল মারা যাবে এই ভয়ে মিশরীয়রা তীর ছুড়লো না। আর শেষে জয় হলো পারসিকদের।

এটি ছিল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের অংশ, এরকম মনস্তাত্ত্বিক যুদ্ধ সেই প্রাচীন কালেও ছিল, এখনো আছে নানা ভাবে। এখন কোন দেশে যুদ্ধে যাবার আগে ঐ দেশ ও তার কালচার সম্পর্কে ভালোভাবে জানতে হয়। ভিয়েতনাম যুদ্ধের পরে আমেরিকায় এশিয়ান স্টাডির নানা বিভাগ চালু হয়েছে।

পারস্য সম্রাট মিশরীয় কালচার সম্পর্কে তার জ্ঞান থাকার জন্যই এই কৌশল বের করতে পেরেছিলেন।

তবে অবশ্যই চীন বা পাকিস্তান এই গরু বেঁধে এখন আর বিশেষ সুবিধা করতে পারবে না। যেহেতু বিশ্বে গরুর মাংস রপ্তানীতে ভারত একেবারে প্রথম সারিতেই আছে।

মুরাদুল ইসলাম