সিস্টেম বিষয়ে একটি মেন্টাল মডেল

আপনি একটা সিস্টেমে গেলেন। ধরা যাক একটা গ্রামে। গিয়ে দেখলেন সেখানে সকল লোক ব্যাঙ খাচ্ছে।

আপনি হয়ত ভাববেন, এ কী ব্যাপার! তারা ব্যাঙ খাচ্ছে কেন! এটা তো ঠিক হচ্ছে না। স্বাস্থ্যের জন্য বা পরিবেশের জন্য ইত্যাদি।

কিন্তু থামুন।

যেহেতু সবাই ব্যাঙ খাচ্ছে তাহলে নিশ্চয়ই কোন কারণ আছে। সেটা কিছুদিন আপনি সেখানে অবস্থান করলে বুঝতে পারবেন। তখন আর ব্যাঙ খাওয়াটা অস্বাভাবিক লাগবে না।

মুরাদুল ইসলাম