আমি নোমান থাকি ওমান

আমি নোমান থাকি ওমান এই ছেলে ফেইসবুক আইডি ডিএক্টিভেট করায় সচেতন হইছেন মিডলক্লাস। অল্প সচেতন। ছেলেটা সুইসাইড করলে এই সচেতনতা আরো বাড়ত। বাট অকামের। কারণ এই সচেতনার বোধ এম্পেথি নির্ভর, নৈতিক অবস্থান নির্ভর নয়। এম্পেথি নির্ভর জিনিস দ্রুত নাই হইয়া যাইতে পারে বা অন্য একইরকম ঘটনায় ক্রিয়া না করতে পারে।

টাকলা ভাষা নিয়া ফান তো এরাই চালাইয়া গেছে। বা এইরকম আর্থ-সামাজিক ভাবে পিছনে থাকাদের নিয়া ফান। এই ফানের অন্তর্নিহিত মেসেজটা হইল, ফেইসবুকের আমাদের স্ট্রিমে তুই ক্যানো, অশিক্ষিত মূর্খ ফকিন্নির বাচ্চা!

এটা একটা ভয় থেকে, একটা শুদ্ধতবাদী, নিজের সুপিরিয়র ভাবার অবস্থান থেকে শিক্ষিত হীনম্মন্য মিডলক্লাস করে থাকে।

এটা ফ্যাসিবাদের ফুয়েল। ফ্যাসিবাদ টপ ডাউন হয় না, সমাজের স্তরে স্তরে থাকে এমন।

জুলাই ১৭, ২০১৮

মুরাদুল ইসলাম