প্রেম ভালোবাসা বিষয়ে

কোন জিনিসরে লাভ করা মানে ওই জিনিসকে না ঐ জিনিসের কিছু বৈশিষ্ট্যকে পছন্দ করা তা সিরিয়াস প্রশ্ন। মানুষরে লাভ করলে আপনি ঐ মানুষকে লাভ করেন না ঐ মানুষের কিছু বৈশিষ্ট্য যেমন, গুণ, লুক, ব্যবহার ইত্যাদিকে লাভ করেন?

দ্বিতীয়টা হলে কিন্তু ঐ মানুষরে লাভ করা হয় না। আপনি আসলে নিজের কিছু পছন্দরে লাভ করেন।

এজন্য মানুষ বলে থাকে তার প্রেমিক বা প্রেমিকা বদলে গেছে। কিন্তু এই কথার অর্থ কী?

অর্থ হলো তার আশা ও চাহিদা মতো চলতে পারছে না ঐ ব্যক্তিটি। এর ফলে সে নাখোশ হয় ও প্রেম চলে যায়। অর্থাৎ, ঐসব বৈশিষ্ট্য চলে গেলে প্রেমও নাই হয়ে যায়।

আবার প্রকৃতিকে ভালোবাসা বলতে কি বুঝায়? প্রকৃতির কাছাকাছি যাওয়া, গাছ ও সবুজের কাছে যাওয়া, নিসর্গের কাছাকাছি গিয়ে ভ্রমণ। কিন্তু এটা প্রকৃতি ভালোবাসা হয় কি, সেখানে প্রকৃতিতে আছে গু, পচা আবর্জনার গন্ধ ইত্যাদি; প্রকৃতির এই অংশকে কি বাদ দিচ্ছেন না সবুজ প্রেমী?

সবুজ প্রেমীর প্রকৃতি ভালোবাসা তাই আসলে প্রকৃতির একটা অংশকে ভালোবাসা, তার পছন্দের অংশকে, ফলে এটা তার নিজের প্রতি ভালোবাসাই।

এবং গাছ প্রেমী ভালোবাসায় স্বার্থটা আরো স্পষ্ট, এখানে গাছ অক্সিজেন দেয়।

এইসব প্রেম আসলে নিজের পছন্দের প্রতি প্রেম। নিজের প্রতি ভালোবাসা। অন্য এখানে কেবল উপলক্ষ্য মাত্র।

লাভ হবে টোটাল, এবং লাভ আসলে নিজের বিরুদ্ধে যাওয়া। প্রকৃতিরে ভালোবাসেন যিনি তিনি গু ও আবর্জনারেও ভালোবাসবেন। ঠিক এমনি ভাবে কোন মানুষরে যখন কেউ আসলেই ভালোবাসেন (লাভের ভ্রান্তি যা উল্লেখ করলাম এটা ছাড়া) তখন তিনি তার টোটলিটিরেই ভালোবাসেন। ভালো খারাপ এবং নিজের অপছন্দ পছন্দ সহ।

সাধারণ মানুষ কাউকে ভালোবাসতে পারে না, ভালোবাসতে পারেন কেবল জ্ঞানীরা, এপিকটেটাস সম্ভবত এই কথা বলেছিলেন। তার যুক্তি ছিল সাধারন লোক ভালো খারাপ এর ভেদ করতে জানে না, এবং নিউট্রালের সাথেও ভালো খারাপের পার্থক্য করতে পারে না। তাই ভালোবাসা তাদের পক্ষে অসম্ভব।

মুরাদুল ইসলাম