শহীদুল জহির স্মরণ

আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল নেই কেন? এই অতি সুন্দর প্রশ্নের সাথে সাথে আমাদের এলাকায় নেমে আসে গাঢ় অন্ধকার। আর আমরা তখন দলে দলে বিভক্ত হয়ে পড়ি। আমরা তখন অনুভব করতে থাকি আমাদের মধ্য থেকে কেউ একজন বলে উঠবে সেই বিস্ময়কর গল্প। কিন্তু কেউ কোন কথা বলে না। সবাই নিশ্চুপে যেন অপেক্ষা করতে থাকে একজন গল্প কথকের। যিনি গল্প বলার এক অদ্ভুত ক্ষমতা নিয়ে নেমে আসবেন আমাদের মাঝে। আমাদের এলাকায়। তিনি ফিরে আসবেন এই ধুলোর দিনে। আমাদের এই সময়ে যখন কাঠুরে ও দাঁড়কাক নিজেদের যাদু বাস্তবতার জগত নিয়ে ব্যস্ত এবং প্রগাঢ় ভালোবাসা তার সরের মতো ঘন জাল বিস্তার করে রেখেছে চারিদিকে ঘেয়ো রোদের প্রার্থনা নিয়ে। তখন আমরা অনুভব করতে থাকি তিনি নেমে আসবেন আমাদের মাঝে। আমাদের চেনাবেন গল্পের জগতের মধ্যে বর্তমান মাটি ও মানুষের রং। তিনি শেখাবেন আমাদের কুটির শিল্পের ইতিহাস।

আমরা অপেক্ষা করতে থাকি, চোখেমুখে গভীর আগ্রহ নিয়ে। আমাদের মধ্যে থাকা বৃদ্ধ তোরাব শেখ কাশি দেয়। চৈত্রের খরদিনের রোদ এগিয়ে যায় তার নিজস্ব গতিতে। ডুমুরখেকো মানুষ হেসে উঠে রহস্যজকনভাবে। আর আমরা অপেক্ষা করতে থাকি একজন গল্পকথকের জন্য। একজন মহামানবের জন্য।

মুরাদুল ইসলাম