ফেইসবুক ও মিডলক্লাস

ফেইসবুক ওপেন হয়ে গেছে স্বাভাবিক ভাবেই। এখন ইকোনোমিক লোয়ার ক্লাসের লোকেরাও ফেইসবুকে আছে। এক রিকশাওয়ালার ছেলে ধরেন ফেইসবুকে আসলো। তার এতো ভাষাগ্যান নাই। দিলো এক স্ট্যাটাস বাংলিশে।

পন্ডিতেরা এখানে হাসির বিষয় পাইলেন।

এই হাসিটা কার প্রতি হাসি বুঝেন কি? ঐ লোয়ার ক্লাসের প্রতি হাসি।

কিন্তু বিশ্বাস করেন কেউ ইচ্ছা করে ইকোনমিক লোয়ার ক্লাসে জন্ম নেয় না। এবং একটা ন্যায় সমাজে সব মানুষই শিক্ষা ও অন্যান্য সুযোগ যথেষ্ট পায়। অন্যায় সমাজে লোয়ার ক্লাসকে এমন অনেক সুযোগই দেয়া হয় না।

মধ্যবিত্ত শুরু থেকেই একটা এডভান্টেজ পাইয়া আগাইয়া থাকে। এবং যাদের তারা পিছনে রাখছে এদের নিয়া হাসে। আমি এই হাসিকে কেবল ফান ধরতে পারি না। কারণ বীররস, করুণরস ইত্যাদির মতো ফানও একটা রস, এবং অন্যগুলি যেমন সব সময় ঠিক হয় না, ফানও ‘কেবল ফান’ এই যুক্তিতে সব সময় ঠিক তা হয় না।

এই হাসাটার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ হবে, ঈর্ষা ও ঘৃণা থেকে। ধরা যাক, এক মধ্যবিত্ত ছেলে টি শার্ট পরলো। একই ধরণের টিশার্ট কাজের বুয়ার ছেলে পরলে মধ্যবিত্তের অস্বস্থি হয়। আমি একজন মহিলাকে একবার রাগে বলতে শুনেছিলাম, কাজের বুয়া কেন স্টাইল করে কাপড় পরবে। সিরিয়াসলি বলছেন এটা উনি।

মধ্যবিত্তীয় ভয় হইল ইকোনমিক লোয়ার ক্লাস যেন কোনভাবেই তাদের কাতারে না বসে। এইজন্য ফেইসবুকে এদের দেখলে ছোট করার অবচেতন ইচ্ছা তাদের মধ্যে জাগ্রত হয়।

মুরাদুল ইসলাম