পুরান বই না নয়া বই

সি এস লুইসের একটা কথা আছে এই বিষয়ে। তার মত হলো পুরান বই পড়াটা বেটার। বিশেষত পাঠকের জন্য এবং সেই পাঠক নতুন হলে তো কথাই নেই। লুইস বলেন, আমাদের তো অনেক পুরান বই পড়া আছে, তাই নতুন বই পড়লে আত্মরক্ষার উপকরণ নিয়াই বসি পড়তে। ফলে বুঝতে পারি লেখক কী লেখছেন এবং তার বাজে প্রভাব আমাদের উপর পড়ে না। কিন্তু পাঠকের এই বর্ম না থাকলে তো তার ক্ষতি হবে।

পুরান বই বলতে স্বাভাবিক নিয়মেই যেগুলি সময়ের পরিক্রমায় টিকে আছে ও সমাদৃত। প্রথমে এগুলি দিয়ে শুরু করলে একজনের বিভিন্ন লেখা সম্পর্কে বিচারের শক্তি অর্জিত হয়।

একই ভাবে মিডিয়ার ক্ষেত্রে, যেসব মিডিয়া ম্যাসরে টার্গেট করে, সেইসব মিডিয়া এভারেজ বা বিলো এভারেজ বুদ্ধির লোকদের জন্য। কারণ ম্যাসরে টার্গেট করতে হলে আপনাকে ঐ লেভেলে গিয়েই করতে হবে। ফলে এসব মিডিয়া একজন যত এড়িয়ে চলতে পারবেন ততো তার জন্য ভালো।

মুরাদুল ইসলাম