মানুষ

এমনিতে মানুষ সৎ, উদার, দেশপ্রেমিক ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই “এমনিতে” দিয়ে মানুষের চরিত্রের টেস্ট হয় না, কখনোই না।

আপনারে দেখতে হবে দূর্যোগের মুহুর্তে, নিজ স্বার্থের কালে সে কী করে। নিজ স্বার্থের সময়েই বাটপার, অসৎ, বিশ্বাসঘাতকেরা তার পরিচয় দেখায়।

সততা ও নৈতিকতার টেস্ট নিজ স্বার্থের সামনে।

মুরাদুল ইসলাম