দেশ মা

দেশরে মা বলে মা মা করলে একটা সুবিধা আছে। মা হইলেন ক্ষমাশীল, সর্বংসহা। মানে চুরি চামারি যাই করেন, দেশ আম্মা তা মাফ করে দিবেন। কারণ মায়ের প্রকৃতিই ক্ষমা করে দেয়া।

কিন্তু দেশরে বাপ বললে এই সুবিধে পাওয়া যায় না। কারণ বাপ কিন্তু মায়ের মতো না। চুরি চামারি করলে গাইল তো খাবেনই, মাইরও খাইবেন। বেশী করলে হয়ত বাইর কইরা দিবে ঘর থেকে।

ফলে, দেশরে মা বলাই নিরাপদ। এইজন্যই দেশরে মা বলা হয় আসলে।

মুরাদুল ইসলাম