অনলাইন একটিভিজম

এক

অনলাইনে একটিভিজম একটি ভয়াবহ রোগের নাম। একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, “কিছু করতে হবে” এইরকম বোধ হওয়া, (যার জন্য অধিকাংশ ইনভেস্টররা বাজে ইনভেস্ট করে ও টাকা হারায়)। এইটা থেকে এই অতি একটিভিজম রোগের উৎপত্তি হয়। যত এই রোগে আক্রান্ত হতে হতে চে গাভারা-নারীবাদী ইত্যাদি হতে থাকবেন, ততো আপনার ক্রিয়েটিভিটি কমবে।

কারণ অধিকাংশ অনলাইন একটিভিজম ফাঁপা ও ভুয়া সমস্যাকে কেন্দ্র করে। এখানে সমস্যা একটিভিজমের মূলে নয়, সমস্যার সমাধানও নয়। কিছু সুবিধাপ্রাপ্ত মিডলক্লাসের আত্মতৃপ্তি, ও নিজেদের দিন যাপনের একটা মিনিং দেয়া। এরা এইসব করে করে ভাবতে থাকে অনেক বড় কিছু করছে দেশ সমাজ ও জাতির জন্য।

 

দুই

আন্দোলন, একটিভিজম যখন নিজের পরিচিত হবার ও খ্যাতি পাবার উপায় হইয়া দাঁড়ায় তখন কী সমস্যা নিয়া ও কেন আন্দোলন হচ্ছে তা মূখ্য থাকে না, মূখ্য হয় আন্দোলন-একটিভিজম ও নিজের প্রচার।

মুরাদুল ইসলাম