বিজ্ঞাপন

এই বিজ্ঞাপনে সাবকনশাসরে মেসেজ দিতে চাচ্ছে, গাড়িটা এখানে আর গাড়ি থাকছে না, নারীও হয়ে যাচ্ছে অবচেতনের কাছে। একইরকম বিভিন্ন কোল্ড ড্রিংক্স বা খাবারের বিজ্ঞাপনেও দেখা যায়। দেখা যাবে, একটা মেয়ে এমনভাবে ওই ড্রিংক্স পান করতেছে, এমন মুখভঙ্গী যে স্বাভাবিক ভাবে দেখলে কারো মনে হবে অদ্ভুত। কিন্তু, সাবকনশাসে মেসেজটা এইভাবে যায় ড্রিংক্সটা খাইলে প্রকারান্তে আপনি ভোক্তা ওই মাইয়াটাও পাইলেন। কনশাসলি যদিও আপনে জানেন এটা অসম্ভব।

এখানে দেখেন লাল ড্রেস ইউজ করছে। রেডরে কালার অব সেক্স ধরা হয়। উইকানদের রেড ম্যাজিক হইল সেক্সের ম্যাজিক। নন-হিউম্যান প্রাইমেট ফিমেলরা নিজেদের রেডি বুঝাইতে মুখ বা অন্যান্য অংশের রঙে লাল বা লালচে ভাব এনে সঙ্গীরে সিগনাল দেয়। মানুষের ক্ষেত্রেও লাল রঙ ব্যবহার হয়, এবং দেখা গেছে ওয়েট্রেসেরা লাল রঙের ড্রেস পরলে মেলদের কাছ থেকে বেশী টিপস পান।

মুরাদুল ইসলাম