এবার না আসিলে বাড়িতে

একটা গান আছে মমতাজের “এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে”। এই তীব্র রোমান্টিক গানের মেইন হুমকি লোকে মনে করে, নাইকা আত্মহত্যার হুমকি দিচ্ছেন। নায়ক বাড়ি না আসলে তিনি শাড়িতে আগুন দিয়ে পুড়ে মরে যাবেন। সম্ভবত এটাই গান যিনি লেখছেন তিনি বুঝাইতে চাইছেন।

কিন্তু, মিনিং তিনি কী বুঝাইতে চাইলেন তার উপরই থাকে না কেবল। এমনকী স্লিপ অব টাং বা কথোপকথনের ভূলও ভিন্ন অর্থ সামনে আনতে পারে, ফ্রয়েডিয়ান চিন্তায়।

এই গানের মূল হুমকিটা হলো পরকীয়ার হুমকি। নাইকা নায়করে বলছেন বাড়িতে না আসলে তিনি পর পুরুষের সাথে প্রেম করবেন। মৃত্যুর হুমকি থেকে এই হুমকি বড়। এইজন্য বলা হইছে শাড়িতে আগুন দেয়া হবে। শরীলে নয়। শাড়ি পুড়বে, তখন আলটিমেটলী হবে বস্ত্রহরণ। এই হুমকির পরে আমাদের নায়ক নিশ্চয়ই আর বাড়ি না এসে থাকতে পারবেন না। তিনি চান না নিশ্চয়ই তার নাইকার শাড়ি পুড়ে যাক, চাচাত ভাই জয়নাল আবেদিন এর এনে দেয়া শাদা কেরোসিনে। লক্ষনীয় বিষয়, এই গানে তৃতীয় পুরুষ হইলেন জয়নাল আবেদিন, যিনি নাইকার সাহায্যকারী হিসেবে শাদা কেরোসিন এনে দিয়েছেন। নাইকা তার নামোল্লেখ করে, নিজের হুমকিরে আরো শক্তিশালী করেছেন।

#ডিকনস্ট্রাকশন #সাইকোএনালিসিস

মুরাদুল ইসলাম