মহাভারতকথা

বিনতা কদ্রু’র সাথে প্রতিযোগীতার বোধ থেকেই সময়ের আগে একটি ডিম ভেঙে ফেলেন। বের হয়ে আসে তার পুত্র অরুণ, তখন তার শরীরের অর্ধাংশ পরিণত হয় নাই। এই অবস্থায় বের করে নিয়ে আসার জন্য সে মাকে শাপ দেয়, এবং এর ফলেই বিনতাকে কদ্রু’র দাসী হয়ে থাকতে হলো পাঁচশো বছরকাল। এ থেকে আমরা কী বুঝলাম?

বুঝলাম, ঈর্ষামূলক প্রতিযোগীতার বোধ বিচারক্ষমতা নষ্ট করে।

যার জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করা দরকারী, সেটা দ্রুত করতে চাইলে হীতে বিপরীত হয়।

মুরাদুল ইসলাম