মূর্খদের আমরা ঘৃণা করতে পারি না

 

যারা মূর্খ আছেন, মূর্খ বলতে ইগনোরেন্ট; ব্রেইনের রিজনিং ক্ষমতা কাজে লাগানোটা শিখেন নাই এরা। এটা একেবারেই তাদের দোষ এমন বলা যায় না। হয়ত সুযোগ পান নাই, পরিবেশ পান নাই, হয়ত জন্মসূত্রেই ক্ষমতা কম নিয়া আসছেন তারা। তাই তারা অনেক কাজ করেন, মূর্খ কাজ যা অন্যদের ক্ষতি করে সাথে সাথে নিজেরও ক্ষতি করে। জেলাসি বশবর্তী কাজ, ইগো ও অন্যবিধ ঈর্ষা বশবর্তী কাজ; এগুলার প্রথম ভিক্টিম কিন্তু মূর্খ ব্যক্তি নিজেই। ফলে আমরা যারা জ্ঞানী হবার তালে আছি, তাদের উচিত হবে না মূর্খদের ঘৃণা করা। তাদের ঘৃণা করলে তা হবে তাদের মানসিক প্রতিবন্ধকতারে ঘৃণা করা, এটা অন্যায়। দূর্বলরে তার দূর্বলতার জন্য ঘৃণা করা অনুচিত। আমরা বরং মূর্খতারে আমরা ঘৃণা করতে পারি।

মুরাদুল ইসলাম