সহযোগীতা ও প্রতিযোগীতার ব্যবচ্ছেদ

এক-

নৌকায় ফুটা গুরু, পানি আসে। দুইজন লোক মাঝ দরিয়ায়। আমি আর সে। আমরা ধুমছে নৌকা বাই, তীরে ভিড়াইতে হবে তরী ত্বরা করি। অন্যথায় সলিল সমাধি, মাছে খাবে গলিত দেহ, আমরা নই ভাগ্যবান ইউনুছ নবী!

দুই-

মাঝ দরিয়ায় উত্তাল জল আর আমাদের নৌকা। নৌকায় ফুটা আর মাত্র একখানা লাইফ জ্যাকেট। তখন আর নৌকা বাওয়ার কিছু নাই। তখন আর আমি ও সে নাই। তখন কেবলই দুইজন আমি। বৈঠা হাতে ডুবন্ত প্রায় নৌকার উপরে আমাদের যুদ্ধ। অন্যরে পরাস্থ কইরাই নিতে হবে লাইফ জ্যাকেট, বা জীবন!

মুরাদুল ইসলাম