.

দেশ চালানো, নানা স্তরে পলিসিমেকিং, টেকসই উন্নয়ন পরিকল্পণা এগুলা বুদ্ধিমান ও বিচক্ষণদের কাজ।

দেশে এইসবে প্রতিভাবান, বুদ্ধিমান লোক আছে।

তারা ওইসব জায়গায় যাইতে পারে না। তাদের নেয়া হয় না।

ফলে সহমত দলকানাগুলা মিলেমিশে বানায় পলিসি। বিদেশের যারা নেগোসিয়েশন করতে আসে, এদের হাঁটুর সমান বুদ্ধি নিয়া যায় নেগোশিয়েট করতে।

তাড়াতাড়ি তো ফলাফল দেখা যায় না। স্বাভাবিক সময়ে, বা শর্ট টার্মে দেখা যায় ভালোই চলতেছে। কিন্তু ক্রিটিক্যাল টাইমে, অথবা একটা সময় পড়ে সবকিছু ভেঙ্গে পড়ে।

বাংলাদেশ সময়ের সাথে সাথে এটা আরও ফেইস করবে।

এইগুলা স্ট্র্যাকচারাল দূর্বলতা।

খালি করাপ্টেডদের মাইরা দেয়া টাকার জন্য খেসারত দিতে হবে আপনাদের এমন না।

তাদের নির্বুদ্ধিতা ও বুদ্ধিমানদের সুযোগ না দেয়ার জন্য দিতে হচ্ছে ও হবে বড় খেসারত।

মুরাদুল ইসলাম