.

বাপ করাপশন করলে সন্তানরে তা বুঝতে হবে, সোশ্যাল মিডিয়ার এই টাস্ক, কঠিন হয়ে যায় সন্তানের জন্য। এক, বাপ হইলেন তার প্রথম ও কাছের অথোরিটি। দুই, বাপের সাথে তার আবেগের সম্পর্ক বিদ্যমান। এই বাঁধা কাটাইয়া নির্মোহভাবে বাপরে দেখতে পারার গুরুদায়িত্ব সন্তানদের উপর চাপানোর লজিক কম। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে একসময় সন্তান হয়ত বুঝতে শিখেন যে তার বাপ অত ভালো না, কিন্তু তার এই লজিকের ফ্যাকাল্টিরে দূর্বল করে দেয় বাপের প্রতি আবেগ। সন্তান হিশাবে বাপের প্রতি তার আবেগ, শ্রদ্ধা থাকা অযৌক্তিক না, থাকা উচিত।

সমাজের দিকে দেখেন, আমাদের পলিটিক্যাল বাপদের করাপশনগুলাও সমর্থক সন্তানেরা মেনে নিচ্ছেন। তাদের প্রতিই নির্মোহ হইতে পারেন না।

পলিটিক্যাল আব্বাদের করাপশনের বা অন্যের প্রতি করা অন্যায় কেন সন্তানেরা মানেন? এইখানেও দুই বিষয়, এক হইল তার স্বার্থ, পলিটিক্যাল আব্বা যা ভাগান তার ছিটেফোঁটা তারে দেন। পলিটিক্যাল আব্বার পাওয়ারে তার নিজেরও পাওয়ার বাড়ে। দুই, পলিটিক্যাল আব্বাদের প্রতি, তাদের আদর্শের প্রতি সন্তানের আবেগ কাজ করে। এই দুই প্রভাবে পলিটিক্যাল আব্বাদের সন্তানেরা তাদের অন্ধ সমর্থক হিশাবে থাকেন।

মুরাদুল ইসলাম