মানুষ বিয়া করে কেন?

এই লেখায় (লিংক) আমেরিকান ম্যারেজ নিয়া কথা বলেছেন সাইকোলজিস্ট এলি ফিঙ্কল। আমেরিকা তিন ধরনের ম্যারেজ মডেল এক্সপেরিয়েন্স করছে। এর মধ্যে প্রথমটা হইল, এগ্রিকালচারাল কারণে বিয়া, ১৮৫০ পর্যন্ত । এর নাম প্রাতিষ্ঠানিক বিয়া। খাদ্য উৎপাদন নিরাপত্তা ইত্যাদি এই স্তরে ছিল প্রধান বিষয়।
 
এরপরে ১৮৫০ থেকে ১৯৬৫ পর্যন্ত কম্প্যানিওনেট ম্যারেজের উৎপত্তি, তখন লাভ, সেক্স ইত্যাদি প্রধান বিষয় হইল বিয়ার। কারণ ততদিনে মানুষের সম্পদ বাড়ছে, রুরাল থেকে আরবান লাইফে মুভ করছে। খাদ্য নিরাপত্তা ইত্যাদি বিয়ার আগেই নিশ্চিত হইছে। ফলে লাভ এবং সেক্স প্রধান হইল বিয়ার ক্ষেত্রে।
 
অতঃপর ১৯৬৫ থেকে আধুনিককালের যে ম্যারেজ এর নাম দেয়া হইছে সেলফ এক্সপ্রেসিভ ম্যারেজ। এখন সেলফ ইস্টিম, সেলফ ডিসকোভারি, পার্সোনাল গ্রোঔথ ইত্যাদি হইছে প্রধান বিষয়। মানুষ এখন বিয়া করে এইগুলার জন্য।
বাংলাদেশে বা এই অঞ্চলে বিবাহ এবং তার প্রকৃতি নিয়া গবেষণা হওয়া দরকার।

মুরাদুল ইসলাম