শিক্ষার ব্যাংকিং কনসেপ্টে ধরা হয় নলেজেবল বা গিয়ানিরা গিয়ানহীনদের বা যারা জানে না তাদের গিয়ান দিয়ে যাবেন। এটাি বিদ্যমান শিক্ষা ব্যবস্থার মডেল।

কিন্তু নলেজ হচ্ছে অনুসন্ধানের প্রসেস। অবিরত অনন্ত ধৈর্য ও আশারে সঙ্গে নিয়ে, মানুষ দুনিয়ার সাথে, দুনিয়ার মধ্যে, এবং পরস্পরের সাথে যে অনুসন্ধান, আবিষ্কার পুনরাবিষ্কারের প্রক্রিয়া চালিয়ে যায়, এর মাধ্যমে জ্ঞান আবির্ভূত হয়।

শিক্ষার ব্যাংকিং মডেল তা অস্বীকার করে। তাই তাদের পাদ্রীর মত পবিত্র পারসোনা দরকার, সেই মহাজনদের নাম দিছে শিক্ষক, এবং এদের পূজা দেবার দিবস নাকি আজ।

মুরাদুল ইসলাম