১৭১৯ ময়ুর সিংহাসন হাত বদল হলো চারবার মুগল…

১৭১৯, ময়ুর সিংহাসন হাত বদল হলো চারবার! মুগল ঐতিহাসিকের মতেই, এইসময়ে ঐশ্বর্যময় সাম্রাজ্যটি পরিণত হলো নৈরাজ্যের লীলাভূমিতে।

১৭৩৭, দুই মিলিয়ন লোকের বাস দিল্লীতে। তখনো ঐশ্বর্যে দিল্লী অতুলনীয়। ভগ্নপ্রায় সাম্রাজ্যের বুকে লোভনীয় অলঙ্কার।

১৭৩৯, ইরানের নাদির শাহের আক্রমণ। সম্রাটকে রাতের খাবারে ডেকে নিয়ে গিয়ে বন্দি করা হলো। ৫৭ দিল চললো হত্যাযজ্ঞ।

এরপর, ৭০০ হাতি, ৪০০০ উট, ১২০০০ ঘোড়ায় টানা ওয়াগন ছুটল ইরানে। এগুলি পূর্ণ ছিল স্বর্ণ, রৌপ্য, ও অন্যান্য মূল্যবান পাথরাদিতে।

উইলিয়াম ডালরিম্পল তার নতুন বই দি এনার্কি বইতে জড়ো করেছেন এই ইতিহাস।

মুরাদুল ইসলাম