হেনরি বিনস, সময় ও সেনেকা

সালমান হকের অনুবাদে নিক পিরোগের বই থি এ এম পড়েছিলাম কিছুদিন আগে। লেখার স্টাইলটা থ্রিলারের জন্য আমার কাছে ভালো লেগেছে। ছোট ছোট চ্যাপ্টার, একেবারেই বাহুল্যতা নেই।

কাহিনী যাই থাক, হেনরি বিনস মাত্র এক ঘন্টা জাগনা থাকে। বাকী সময় ঘুমায়। এটা তার রোগ। এই ঘন্টাতেই সে একটি খুনের রহস্য কিনারা করতে যায়।

সময়ের মূল্য বুঝাতে হেনরি বিনসের কাজ সাহায্য করতে পারে। এটা পড়তে পড়তে আমার সেনেকার চিঠির কথা মনে হচ্ছিল। সময়ের মূল্য বুঝাতে যে চিঠিটা তিনি লিখেছিলেন তার বন্ধুকে, বন্ধুর নাম ছিল সম্ভবত লুসিয়াস।

সেনেকা বলেছিলেন যে টাইম চলে গেছে, তা কিন্তু চলে গেছে মৃত্যুর কব্জায়। অর্থাৎ, ধরেন গড়ে একজন লোক বাঁচে আশি বছর। তার বয়স হলো ৪০, তখন সে আসলে তার সময়ের অর্ধেক মৃত্যু খেয়ে ফেলেছে। প্রতিনিয়ত মৃত্যু এইভাবে সময় খাচ্ছে মানুষের। সেনেকা এভাবে দেখলেন বিষয়টাকে।

হেনরি বিনস এক ঘন্টা সময়ে অনেক কিছু করে, এবং জাগনা এক ঘন্টার কালে তাকে প্রতিটা মুহুর্তের ব্যাপারে সচেতন থাকতে হয়। তার এই সচেতনতা পাঠককেও মনে করিয়ে দেয় সময় চলে যাচ্ছে, এবং এই সময়ে চাইলে কিছু করা যায়।

মুরাদুল ইসলাম