সুবর্ণা মুস্তাফার অভিনীত এক নাটকের ক্লিপে দেখলাম আমরা…

সুবর্ণা মুস্তাফার অভিনীত এক নাটকের ক্লিপে দেখলাম আমরা সবসময়ই ভুল মানুষরে ভালোবাসি এমন ডায়লগ। এটা প্রচুর মানুষের এক প্রধান আক্ষেপ।

এই নাটকের চরিত্র, এবং এই চিন্তার অন্যরা, এই মনোভাবের কারণেই সব সময় ভুল মানুষরে ভালোবাসবেন ধারণা করি।

এটা সেলফ ফুলফিলিং প্রফেসি।

এবং এইখানে নিজে আরেকজনের ভালোবাসার ভুল মানুষ না রাইট মানুষ এই হিশাব করাই হচ্ছে না। ধরে নেয়া হচ্ছে নিজে রাইট মানুষ।

এই রাইট মানুষ ভাবা ব্যক্তি নিজেরে ভিক্টিম ভাবতে লাইক করেন।

তিনি যেহেতু ভালোবাসায় নিজে রাইট না রং সেইদিকে খেয়াল করেন না, অতএব, একজন রাইট মানুষের সাথেও তিনি রং আচরণ করবেন ও ভাববেন ওই মানুষটাই রং মানুষ, এইরকম আশংকার জায়গা রয়ে যায়। কিন্তু প্রধান বিষয় এটা না।

প্রধান বিষয়, ফোকাসটা কই থাকবে, নিজের দিকে না অন্যের দিকে। অন্যের দিকে থাকলে ভালো না কারণ অন্যদের ভালো বা খারাপ হওয়াটা আপনার নিয়ন্ত্রণে থাকে না। প্রাচীন স্টোয়িক দার্শনিকরা শুনলে বলতেন, যা নিজের নিয়ন্ত্রণে, সেইদিকে নজর দাও।

তো, লাভার চরিত্ররা, আপনারা এই নাটকের চরিত্র এবং এমন ভাবনার অন্যদের এই মনোভাবে পইড়েন না। নিজে রাইট মানুষ কি না খেয়াল করেন, দেখবেন রাইট মানুষরেই ভালোবাসতেছেন।

মুরাদুল ইসলাম