র‍্যানডমনেসের একটা বাংলা করতে চাইছেন সুনীল গঙ্গোপাধ্যায় ‘আকস্মিকতা’ নামে, তার অর্ধেক জীবন বইতে।

দুইজন মানুষের বিয়া হয়, এইক্ষেত্রে এই দুইজনের অন্য আরও দুইজনের সাথে বিয়া হইতে পারত।

অনেক বিয়ার ক্ষেত্রেই দেখা যায় কথা পাকা হবার পরেও ভেঙ্গে যায়। অনেক অনেক ক্ষেত্রে, মানুষ আন্তরিক বিশ্বাসের সাথে প্রেম করে, কিন্তু পরে ঘটনার পরিক্রমায় বিয়া করে অন্য আরেকজনরে।

তো, দুইজনের বিয়ায় যে সন্তান হয়, এই দুইজনের অন্য দুইজনের সাথে বিয়া হইলে ভিন্ন সন্তান হইত। সেইগুলা ভিন্ন ভাবে, ভিন্ন পরিবেশে বড় হইত। তাঁদের হইত ভিন্ন জীবন।

সুনীল এইসব হিসাবে নিয়া বলছেন, “আমরা সবাই এই আকস্মিকতার সন্তান।”

র‍্যানডমনেস কাজ করে মানুষের লাইফে। আর মানুষ ভাবতে লাইক করে যে, তার নিয়ন্ত্রণ আছে অনেক কিছুর উপরে, যেগুলার উপরে সত্যিকার অর্থে তার নিয়ন্ত্রণ নাই। মানুষের অসুখের মূলে আছে তার নিয়ন্ত্রণ করার অবচেতন ইচ্ছা।

মুরাদুল ইসলাম