যারা প্রেম করেন তারা পরস্পর কথা শুরুর করার…

যারা প্রেম করেন তারা পরস্পর কথা শুরুর করার সময় বলেন খাইছো? বা খাওয়াদাওয়া হইছে? অনেকে আরো এগিয়ে গিয়ে বলেন, কী দিয়া খাইলা? ইত্যাদি।

এটা ইন্টারেস্টিং। বাঙালীর সব কিছুতে খাওয়াটা থাকে মনে হয়। অথবা সব খাওয়াময়। এটা কীজন্য হতে পারে? গৃহস্থ ফ্যামিলি ছিল আগে সবার আর তখন খাওয়াটা এক গুরুত্বপূর্ন ব্যাপার ছিল, বিশেষ করে যখন বন্যা খরা ইত্যাদির কারণে ফসল নষ্ট হইত। সম্ভবত, এই কারণে খাওয়া একটা নির্ভরতা হিসেবে আছে এতদঞ্চলের মানুষের মনে। মানে সে খাইতে পারছে অতএব ভালো আছে। কিন্তু সে খাইতে পারলেও তারেও যে অন্য কিছু ভেতরে ভেতরে খাইতে পারে, সেই সূক্ষ্ণ চিন্তায় যায় না বাঙালী। হয়ত।

মুরাদুল ইসলাম