যে কারণে প্রকাশ্য সেক্স মানুষেরা অনৈতিক হিসেবে দেখে

 

মানুষের বাচ্চা খুবই অপরিণত অবস্থায় জন্ম নেয়। তারে টেইক কেয়ার করতে ও বাঁচাইতে প্রচুর শ্রমের দরকার। অন্তত পাঁচ বছর। এই শ্রম মা একা দিতে পারবে না, বাপও লাগে। এইজন্য মানব সমাজে সন্তান উৎপাদন প্রক্রিয়া বা সেক্স একটু আলাদা করছে মানুষেরা, তারা আড়ালে গিয়া সেক্স করে। এই আড়ালে যাওয়া যুক্ত নারী ও পুরুষের ইন্টিমেসি বাড়ানোর জন্য। যাতে পুরুষটির মায়া জন্ম নেয়, যা পরবর্তীতে ভালোবাসা নামে খ্যাত হইছে। এই মায়া জন্ম নিলেই সে নারীটির উৎপন্ন সন্তানকে টেইক কেয়ারে সাহায্য করবে। এইজন্য, সেই জংলি সমাজ থেকেই মানুষ আড়ালে সেক্স করত। পরে এগ্রিকালচার সমাজ ডেভলাপের পর সৃষ্টিসংস্লিষ্ট মিথের গল্প, আর তারো অনেক পরের ধর্মগুলিতে এই জিনিস নৈতিকতা হিসেবে জায়গা করে নিছে। তাই, উদার, বা মহা উদার সমাজেও, সামাজিক মূল স্রোত প্রকাশ্য সেক্সে যাবে না। বিবর্তনীয় সাইকোলজি তারে বলতে থাকবে এই জিনিস ভুল।

মুরাদুল ইসলাম