মানুষের নিজের সেলফ বলে যে বস্তু এটা সোশ্যাল…

মানুষের নিজের সেলফ বলে যে বস্তু, এটা সোশ্যাল মিডিয়ার যুগে আর নাই। এখন তার সেলফ স্কিজোফ্রেনিক, ভাঙ্গা ভাঙ্গা। ভাঙ্গা ভাঙ্গা, অংশ অংশ সেলফ দিয়া প্রতিনয়ত সে সেলফ নির্মাণ করতে চায়। সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডগুলা তার এই নির্মানে লাগে। কারণ সে ভয়েড ফিল করে ভেতরে। সে জানে যে তার সেলফ নাই।

মুরাদুল ইসলাম