মানুষের অহমিকায় চারটা বিশাল লাত্থি। ১। যখন প্রমাণ…

মানুষের অহমিকায় চারটা বিশাল লাত্থি।

১। যখন প্রমাণ হইল দুনিয়া মহাবিশ্বের কেন্দ্রে না। (গ্যালিলিও, ব্রুনো)।

২। যখন ডারউইনের তৎপরতায় জানা গেল সমস্ত সৃষ্টির সেরা মানুষ না, বা মানুষের জন্যই সকল কিছু না।

৩। যখন ফ্রয়েড দেখাইলেন মানুষের যৌক্তিক সেলফ বা ইগো তারে নিয়ন্ত্রণ করে না। বরং সাবকনশাস, আনকনশাস ফোর্সগুলার শক্তি বহুগুণে বেশি।

৪। যখন বের হইতে লাগল, মানুষ প্রেডিকশনে অক্ষম (টেটলক) এবং অনিশ্চয়তাই সোসাইটির বড় ড্রাইভিং ফোর্স, মানুষ না। (তালেব, ব্ল্যাক সোয়ান)।

মুরাদুল ইসলাম