মানুষ ভাবে নিজেরে শিশুর মত বুঝাইতে পারলে হয়ত…

মানুষ ভাবে নিজেরে শিশুর মত বুঝাইতে পারলে হয়ত অন্যেরা তাকে সরল ও ভালো মনে করবে।এটা কখনো হবে না। শিশুরা সরলও নয়, ভালোও নয়। স্বার্থপর, অতিরিক্ত এটেনসন সিকার, আর যেহেতু বিচার বুদ্ধি অল্প তাই ক্ষেত্র বিশেষে ক্রুয়েল। ইস্কুলের বুলি শিশুগুলারে খেয়াল করলে বুঝবেন। শিশু কিশোর হচ্ছে অপরিণত অবস্থা।

মুরাদুল ইসলাম