মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তিন যুক্তি। এক দার্শনিক পয়েন্ট অব…

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তিন যুক্তি।

এক, দার্শনিক পয়েন্ট অব ভিউ থেকে, এথিক্যালি একজন লোকের জীবন রাষ্ট্র নিতে পারে না। বা তারে মারার সিদ্ধান্ত নিতে পারে না।

দুই, আইনি ব্যবস্থায় প্রচুর ত্রুটি বিরাজমান। সারা দুনিয়াতেই। প্রচুর কেইস এমন আছে যে, মানুষকে ভুল বিচার করা হইছে। আইন, স্বাক্ষীর সাইকোলজিক্যাল বিভ্রম, দুর্নীতি সহ নানাবিদ সিরিয়াস সমস্যা বিদ্যমান। ফলে, অন্যায় ভাবে অনেকে মারা যান আইনি প্রক্রিয়ায়। এই ডেটা বিচারে নিলে, কাউকে মৃত্যুদণ্ড দেয়া হলে, ঝুঁকি থেকে যায় যে, তাকে ভুল বিচারে হত্যা করা হচ্ছে।

তিন, মানুষের ব্রেইন কীভাবে কাজ করে, এ সম্পর্কে বিজ্ঞানের জানাশোনা এখন পর্যন্ত নগণ্য। এই জ্ঞান নিয়ে, এটা নিশ্চিতভাবে বলা যায় না অপরাধী কেন অপরাধ করল, এবং এখানে তার ফ্রি উইল কতখানি ছিল। হয়ত ভবিষ্যতে মানুষের ব্রেইন সম্পর্কে আরো জানা যাবে, আর ভবিষ্যতের মানুষেরা এখনকার অনেক আইন ও বিচারকে সেই আপডেটেড তথ্যের নিরিখে ক্রুয়েল হিসেবে বিবেচনা করবে।

মুরাদুল ইসলাম