মুক্তিযুদ্ধ

পাকিস্তানের পাঞ্জাবীরা বাংলাদেশের লোকদের মুসলমান মনে করত না, মনে করত আধা-মুসলমান, কাফেরদের এজেন্ট।

কিন্তু তখন বাংলাদেশে ছিল তিনটি সমৃদ্ধশালী মাদ্রাসা, যাদের মান বুঝার জন্য বললে পিএইচডি পর্যন্ত। আর মাইনর মাদ্রাসা আরো ছিল।

আর পাঞ্জাবে, ছিল কুল্লে একটি মাদ্রাসা, তাও মাইনর, বুঝার জন্য বললে ক্লাস সিক্স পর্যন্ত।

মুক্তিযুদ্ধের সময় পাঠান সেপাইদের শেখানো হয়েছিল, ‘পূব পাকে মসজিদের মত কিছু এমারত দেখতে পাবে। ওগুলো কিন্তু মসজিদ নয়। আগে মসজিদ ছিল। কিন্তু এখন ভারতাগত কাফের এজেন্টদের সাথে মিলে ওরা এখানে ইসলামী রাষ্ট্রের সর্বনাশ করার ষড়যন্ত্র করে।’

 

রেফারেন্সঃ

সৈয়দ মুজতবা আলীর বই, উভয় বাংলা।

মুরাদুল ইসলাম