মাতৃত্ব ও নারীজাতি

এক

নারীজাতিরে সম্মানার্থে বলা হয় মায়েরজাতি। পুরুষদের বাপের জাতি বলা হয় না। অর্থাৎ, পুরুষ বাপ না হইয়া আরো অনেক কিছু হইতে পারবেন। তার আলাদা মানুষ স্বত্তা আছে। আর নারীরে মা’ই হইতে হবে শুধু। সে মা নামক বস্তুটি কী? সর্বংসহা, সবার জন্য কাজ করেন, সন্তানের সুখের জন্য নিজেরে বিসর্জন দিতে দিতে নাই হইয়া যান; এমন মা’ই সমাজের আদর্শ মা। নারীজাতিরে মা জাতি বলে এমন সর্বংসহা জাতি হইতে তাদের বলা হয়।

দুই

মাতৃত্ব নারীদের জীবনের একটা অংশ। পিতৃত্ব যেমন পুরুষের। পুরুষ বাপ হইয়াও যেমন ডাক্তার, এঞ্জিনিয়ার, বিজ্ঞানী ইত্যাদি হইতে পারেন, নিজের আলাদা পরিচয় পান; নারীদেরও সেইরকম হওয়া উচিত। নারীর ব্যক্তি পরিচয়ের বিপরীতে তার মাতৃত্বরে দাঁড় করাবেন না। আবেগী মা মা প্রচারের ব্যবসায়ী মাতৃত্ব নারীর ব্যক্তিসত্তারে খেয়ে ফেলে।

মুরাদুল ইসলাম