ভুল থেকে শিক্ষা নেয়াটারে যত গুরুত্ব দেয়া হয়…

ভুল থেকে শিক্ষা নেয়াটারে যত গুরুত্ব দেয়া হয়, আসলে তা অত গুরুত্বপূর্ণ নয়। কারণ অপ্রত্যাশিত যে আউটকাম, তা সব সময় ভুলের কারণেই ঘটেছে এমন নয়। ভুল থেকে শিক্ষা নেয়াটা গুরুত্ব পাইছে এই কারণে যে মানুষ মনে করতে চায় বা করে সে রিয়ালিটিরে ঠিকঠাক বুঝতে পারে। ভুল থেকে শিক্ষা নেয়া ততটাই অগুরুত্বপূর্ণ, যতটা ঠিক কাজ করলে ঠিক আউটকাম আসবে – এই ধারণাটি অগুরুত্বপূর্ণ।

মুরাদুল ইসলাম