ভিক্ষা করে জীবন ধারণ একরকম লাইফস্টাইল। সত্যি কোন…

ভিক্ষা করে জীবন ধারণ একরকম লাইফস্টাইল। সত্যি কোন এন্টাই ক্যাপিটালিস্ট অবস্থা থাকলে সেটা আছে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবন ধারণে।

কিন্তু ভিক্ষুকের প্রতি খারাপ ব্যবহার করা যাবে।

এই অর্থে করা যাবে, যে অর্থে অন্য সব মানুষের সাথে খারাপ ব্যবহার করা যায় অবস্থা বিবেচনায়।

ভিক্ষুকের সাথে মিডলক্লাস খারাপ ব্যবহার করতে চায় না করুণা থেকে, বা ফেইক বিনয়ে। দুইটাই খারাপ। নিজের থেকে তারা ভিক্ষুকরে অনেক নিচের অসহায় ব্যক্তি জ্ঞান করে। তাই তারা ভিক্ষুকের প্রতি কেবল দয়া দেখাতে চায়।

কিন্তু আপনি যদি ভিক্ষুককে আপনার সমস্থানের ভাবেন, তাহলে নির্দ্বিধায় তাদের সাথে প্রয়োজনে খারাপ ব্যবহার করতে পারবেন।

ভিক্ষাদান বা দানের ক্ষেত্রে, কিছু লোক ভাবেন তারা বড় উপকার করলেন। একটা আনন্দ ও শ্লাঘা অনুভব করেন। অবশ্যই এই ধরণের লোক বিপদজনক।

এবং এই প্রবণতাও খারাপ, করুণা বা দয়া জাগ্রত হওয়া। যে লোকটা কী দুর্দশায় আছে! এই ভাব থেকে যে দান হবে তাও খারাপ দান।

বরং, দান বেটার যদি আপনে ভাবেন আপনে হেল্প করতেছেন একজন সহযাত্রী হিউম্যানরে যার লাইফ স্টাইলের ধরণ ভিন্ন, বা কোন বন্ধুরে নিয়া খাওয়াইতেছেন রেস্টুরেন্টে যেমন।

মুরাদুল ইসলাম