ভালো লোকের শত্রুদের বিষয়ে সাইকোলজি

বেশীরভাগ সময়ে মানুষ ভালো মানুষ, যারা অন্যের উপকার করে তাদের পছন্দ করে। যারা খারাপ লোক, অন্যকে সহযোগীতা করে না তাদের অপছন্দ করে থাকে।

কিন্তু প্রতিযোগিতামূলক পরিবেশে যারা ভালো মানুষ ও অন্যের উপকার করছে তাদের মানুষ অপছন্দ বা একরকম ঘৃণা করে।

কারণ সে চায় না ঐ লোকটিকে তার চাইতে ভালো দেখা যাক, এবং এই সুবাধে বস বা উর্ধ্ব কর্তৃপক্ষের কাছে তার ভাবমূর্তি বেশী উজ্জ্বল হোক ও বেশী সুবিধা সে পেয়ে যাক।

সাইকোলজি অধ্যাপক Pat Barclay’র রিসার্চ, যা তিনি তার গ্যাজুয়েট স্টুডেন্ট Aleta Pleasant’র সাথে মিলে করেছেন, এবং যা সম্প্রতি সাইকোলজিক্যাল রিসার্চ জার্নালে প্রকাশিত হয়েছে, তা এমনই বলছে।

ফলে যারা আছেন কোন প্রতিযোগিতামূলক জায়গায় বেশী ভালো কাজেকর্মে, বেশী ভালো সহযোগীতায় ও উপকারে- তারা ভাববেন না এজন্য বেশীরভাগ লোক আপনাকে পছন্দ করছে। কলিগেরা আপনার ভাবমূর্তি ধ্বংস করার চেষ্টা করছে হয়ত।

 

মুরাদুল ইসলাম