&ldquo বাঙ্গালী বলিলে সমগ্র বঙ্গদেশের মধ্যে যে কোন…

“বাঙ্গালী বলিলে সমগ্র বঙ্গদেশের মধ্যে যে কোন অধিবাসী, জন্ম ও সংস্কারগত সম্বন্ধে বাঙ্গালা দেশ যাহার স্বদেশ ও বাঙ্গালা ভাষা যাহাদের মাতৃভাষা, এরূপ ব্যক্তিকে বুঝায়। বঙ্গের অধিবাসীর "বাঙ্গালী” নাম মুসলমান রাজত্ব কালে প্রচলিত হয়। সেন বংশীয় রাজাদিগের আমলে তৎপূর্বে রাঢ়ীয়, বারেন্দ্র প্রভৃতি ও গৌড়ীয় নাম অভিহিত হইত।"

– শ্রীজ্ঞানেন্দ্রমোহন দাস রচিত বাঙ্গালাভাষার অভিধান।

এই “বাঙ্গালা যাহাদের মাতৃভাষা” কয়েকখানা প্রশ্ন আইনা দিলো।

বাঙ্গালী কারা? আইন ই আকবরী মতে বঙ্গ থেকে বাঙ্গালা শব্দ আইছে।

এই অঞ্চল ছিল প্লাবিত অঞ্চল। ডুইবা যাইত পানিতে। তাই উঁচা আল দিয়া রাস্তা নির্মান করা হইত। বঙ্গের লগে এইভাবে যুক্ত হইছে আল, বঙ্গাল। ঐতিহাসিক আবুল ফজল এই তথ্য সংগ্রহ করছিলেন স্থানীয় সূত্রে।

সুলতান ইলিয়াস শাহের আমলে (১৩৪২-৬০) বাঙ্গালা রাজ্যের নাম হিসাবে প্রচলিত হইতে থাকে।

এখন কথা হইল, এই বাংলা বা বাঙ্গালী জাতি এরা কি ভাষাভিত্তিক জাতি ছিল আগে? নাকী বঙ্গের থাকে বইলা বাঙ্গালী হইছে? ভাষাভিত্তিক হইতে গেলে তো পুরা বাংলা জনপদের এক ভাষা হইতে হবে। সেইটা ছিল কি?

আর যদি বঙ্গে থাকার কারণে বাঙ্গালী হয় তাইলে বাঙ্গালা মাতৃভাষা হইতে হবে এমন জ্ঞানেন্দ্রিয় নিয়ম খাটবে কি?

মুরাদুল ইসলাম