বেগম রোকেয়া বিষয়ক

কলকাতার বাইরে প্রথম মাইয়াদের জন্য বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন নবাব ফয়জুন্নেসা, কুমিল্লা জেলায়। এইটা মুসলিম মাইয়াদের জন্য নির্মিত প্রথম বিদ্যালয়। যখন ফয়জুন্নেসা উচ্চ ইংরাজি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তখন মুসলিম পোলারাও ইংরাজি স্কুলে যাইত না তেমন। এটা ১৮৭৩ সালে।

এর আগে ১৮২৩ সালের মধ্যে মিস কুক নামে এক ইংরাজ মহিলা ২২ টা মাইয়াদের স্কুল বানান কলকাতা ও তার আশপাশে।

মিস কুকের এইসব স্কুলে উচ্চ শ্রেনীর মাইয়ারা যাইতেন না। যাইতেন নিম্ন শ্রেনীর (বেদে, গণিকা, বৈরাগী) মাইয়ারা।

মিশনারীরা উচ্চ শ্রেনীর মাইয়াদের অন্তঃপুরে গিয়া শিক্ষার ব্যবস্থা কইরাও সফল হন নাই। তখন এক মুসলিম মহিলা বাড়ি বাড়ি ঘুইরা ছাত্রী কালেক্ট করে একটা বিদ্যালয়ও করছিলেন।

১৮৪৯ সালে বেথুন স্কুল প্রতিষ্ঠা হয়। যদিও তা খালি হিন্দু উচ্চ শ্রেনীর মাইয়াদের জন্য ছিল তথাপি রক্ষণশীলেরা তাদের মাইয়াদের তখন স্কুলে দেন নাই।

আর বেগম রোকেয়া ১৯১১ সালে সাখাওয়াত স্মৃতি বালিকা বিদ্যালয় করেন, প্রথমে আট জন ছাত্রী ছিল তাতে। নারী জাগরণের অগ্রদূত বলে খ্যাত রোকেয়ার আগেও অনেক অগ্রদূতেরা ছিলেন দেখা যায় নারী শিক্ষার দিকে। বিশেষত নবাব ফয়জুন্নেসার নারী শিক্ষাবিস্তারে নেয়া পদক্ষেপ রোকেয়ার অনেক আগের। রোকেয়াও মনে হয় খালি উচ্চশ্রেণীর মাইয়াদের নিয়া ছিলেন। বাড়ি বাড়ি ঘুইরা ছাত্রী কালেক্টের ক্ষেত্রে রোকেয়ার আদর্শ হয়ত ছিলেন ঐ মুসলিম মহিলা। নিম্নশ্রেণীর মাইয়াদের শিক্ষাবিস্তারে মিশনারী লেডি কুকের অবদান রোকেয়ার আগের ও বেশি।

 

“পুরুষে না চাব, সাহায্য না লব
কথা না কহিব তাদের সনে।
অধীনী বলিয়ে চরণে ঠেলিয়ে
রেখেছে ফেলিয়ে কঠিন মনে ।।

এস ভগ্নিগণ, লই স্বাধীনতা
শিক্ষা করি, করি পবিত্র হৃদয়
করি ধর্ম্ম রক্ষা, লভি যশোধন
স্বপদে থাকিব কিসের ভয়?”

– কামিনী সুন্দরী দেবী
১৮৮১ সালে প্রকাশিত গ্রন্থ থেকে।

কি দারুণ ফেমিনিজম (বা মাইয়াবাদ)! পুরষেরা মাইয়াদের যে চরণে ঠেলে রাখছে যুগ যুগ ধইরা তার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করছেন লেখিকা। শেষের চার চরণে শিক্ষা, স্বাধীনতা এবং আত্মনির্ভরশীলতার ডাক দিছেন তিনি। এই ডাক এখনো বাংলার মাইয়াদের জন্য প্রযোজ্য। কিছুটা পুরুষ বিরোধী মনে হইলেও তার অবস্থান ঠিক আছে, তিনি পুরুষতন্ত্র মাইয়াদের যেইভাবে দমন কইরা রাখতেছে তা দেখতে দেখতে হতাশ ও অভিমানী হইয়া এই বলিষ্ঠ ডাক দিছেন। তার এই অবস্থান পুরুষতন্ত্রের বিরুদ্ধে।

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মই হইছে ১৮৮০ সালে।

 

 

মুরাদুল ইসলাম