ফিল্মের নায়ক বাপ্পারাজ ও প্রসেনজিত দুইজনই প্রেমের সমাধী…

ফিল্মের নায়ক বাপ্পারাজ ও প্রসেনজিত দুইজনই প্রেমের সমাধী গানে অভিনয় করছেন। বাপ্পারাজের অভিনয় প্রসেনজিতের চাইতে বেটার সেখানে।

দৃশ্যায়ণের দিক থেকেও বাংলাদেশীটা বেটার। শাবনাজ, অমিত হাসানের অভিনয় এই গানে কলকাতার বাকি দুইজনের চাইতে ভালো।

বাপ্পারাজ শুকনার মধ্যে অনেকবার পড়েন, গড়াগড়ি খান, এরপর পানিতে নামেন। অন্যদিকে কলকাতার ভার্সনে প্রসেনজিত প্রায় এক মিনিট পরেই কাদায় নেমে যান। এই দোষ পরিচালনার।

শাবনাজ নৌকার মধ্যে ভেতরে বসে থাকেন, সাথে আরেক মেয়ে। খুশি অমিত হাসান একবার আসতে চাইলেও আসেন না শাবনাজের কান্দন দেখে। কিন্তু অন্য মেয়েরে ইশারা দেন তার টেইক কেয়ার করার জন্য।

অন্যদিকে কলকাতার গানে ওই নায়ক নায়িকা নৌকায় দাঁড়াইয়া থাকেন। অল্পদূরে দৌড়াইতে থাকা প্রসেনজিতরে তাদের দেখতে পারার কথা।

গানের পরিচালনা ও অভিনয়, দুই ক্ষেত্রেই বাংলাদেশী ভার্সন এগিয়ে।

কিন্তু, পরবর্তীকালে দেখা গেল, প্রসেনজিত নিজেরে সময়ের সাথে আপডেট করে নিতে পারলেন। ভিন্ন ধরণের ফিল্মে অভিনয় করে নিজের নায়ক হিশাবে জনপ্রিয়তা রাখতে পারলেন। বাপ্পারাজ নিজেরে রি ডিফাইন করতে পারলেন না।

এর দোষ শুধু অভিনেতার বলা যাবে না। কলকাতায় ওই ভিন্ন ধারার কিছু ফিল্ম তৈরি হয়েছিল, তাদের দর্শক ছিল। বাংলাদেশে এটা হয় নি। ফলে অভিনেতারা সুযোগও পান নাই।

তারা যে টাইপ অভিনয় করে জনপ্রিয় হইছিলেন, ওই টাইপের চরিত্রেই তাদের নেয়া হইছে। ওই ধরণের কাহিনী ও চরিত্রের প্রয়োজন ফুরাইলে তারাও উপযোগিতা হারাইছেন।

মুরাদুল ইসলাম