ফ্যাসিবাদের সময় না শুধু যেকোন টাইমেই বন্ধুত্ব স্পষ্ট…

ফ্যাসিবাদের সময় না শুধু, যেকোন টাইমেই বন্ধুত্ব স্পষ্ট করা জরুরী কাজ কারণ শত্রু যারা এরা তো স্পষ্টই থাকে বেশীরভাগ। বা শত্রু হিশাবে স্পষ্ট না হইলেও অবন্ধু হিশাবে তো স্পষ্ট। ফলে, বন্ধু সব সময়ই সতর্কতার জায়গা।

যে বন্ধু হইয়া আছে কিন্তু বন্ধু না, এ শত্রুর চাইতে বিপদজনক, কোন ক্ষতি না করলেও। কারণ অবন্ধু হয়ে বন্ধুর অবস্থান নিয়া সে বন্ধুর সুবিধাদী ভোগ করে।

কিন্তু যেহেতু সে অবন্ধু তাই, সুবিধাদী প্রত্যুত্তরে প্রদান করে না। এর বৈষয়িক ও মেন্টাল ক্ষতি ব্যাপক।

অতএব, বন্ধু বানানি ও রাখার মাধ্যমে এই রিস্ক আপনে নিচ্ছেন। বন্ধুদের বিষয়ে সতর্কতা, বর্জন, পরিশোধন ইত্যাদি সেই রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির অংশ।

মুরাদুল ইসলাম