ফাইন্ডিং ফরেস্টার ফিল্মে ফরেস্টার হইলেন একজন লেখক। যিনি…

ফাইন্ডিং ফরেস্টার ফিল্মে, ফরেস্টার হইলেন একজন লেখক। যিনি অনেক আগে একটা বই লেখছিলেন। বইটা ক্লাসিকের মর্যাদা পাইছে। শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়। কিন্তু ফরেস্টার এরপর আর কিছু প্রকাশ করেন নাই। নিভৃতে থাকেন।

তার সাথে ইয়াং এক ব্ল্যাক ছেলে জামাল ওয়ালেসের বন্ধুত্ব হয়। জামালরে লেখালেখিতে সাহায্য করেন ফরেস্টার।

এরপর, একদিন জামাল কম্পিটিশনে লেখা জমা দেয় স্কুলের নিয়ম অনুযায়ী। সেইখানে নামটা ছিল ফরেস্টারের দেয়া। ফরেস্টার জানতেন না এইটা জামাল জমা দিবে। কারণ তার নিয়ম ছিল এপার্টমেন্টের ভিতরে যা লেখা হবে তা এপার্টমেন্টে থাকবে।

ভিতরের লেখা জামালেরই ছিল। খালি নামটা ফরেস্টারের।

স্কুলের এক শিক্ষক এটা ধরে ফেলেন। এবং জামালরে বলা হয়, সে এটা ফরেস্টারের লেখা থেকে নিছে অনুমতি ছাড়া, এর জন্য প্রকাশ্যে তারে মাপ চাইতে হবে, তা না হলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।

তখনো জামাল বলে না যে স্বয়ং ফরেস্টারই তারে অনুমতি দিছেন বা তিনি তার বন্ধু। কারণ ফরেস্টারকে তার কথা দিতে হইছিল তার কথা বাইরের কাউরে বলবে না।

এটা হইল জামাল ওয়ালেসের ইন্টেগ্রেটি।

ইন্টেগ্রেটি যার নাই, তারে মানুষ হিসেবে ধরা ঠিক না। আর এটা যেহেতু খুব দামী জিনিস তাই সবার কাছে আশা করাও ঠিক না।

মুরাদুল ইসলাম