পাইরেসির গোল্ডেন এইজে যেসব খ্যাত পাইরেটরা ছিল বেনজামিন…

পাইরেসির গোল্ডেন এইজে, যেসব খ্যাত পাইরেটরা ছিল, বেনজামিন হর্নিগল্ড, স্যাম বেলামি, ব্ল্যাক বিয়ার্ড; তাদের নামে অনেক ভয়ংকর কাহিনী প্রচলিত ছিল। অনেক কাহিনী তারা নিজেরাই প্রচার করত।

আবার, দখলকৃত জাহাজে নৃশংসতা দেখানোর সময় তারা ইচ্ছা করেই বেশী নৃশংসতা দেখাত। যাতে এই ভয় ছড়িয়ে যায় এবং পরবর্তীতে অন্য কোন জাহাজ তাদের প্রতিরোধে না গিয়ে আত্মসমর্পণ করে।

কারণ যুদ্ধ তাদের জন্যও ছিল ক্ষতির বিষয়, ঝুঁকির বিষয়। এভাবেও বলা যায়, একটা আইরনি আছে এখানে। তারা নৃশংস হতো, যাতে পরবর্তীতে নৃশংস হতে না হয় এজন্য।

চেঙ্গিস খানের যুদ্ধ জয়ের একটা বড় কারণ ছিল ভয় ছড়ানো। সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের অংশ। যুদ্ধের আগে তারা গ্রামের দিকে লোক মারফত তাদের নৃশংসতার খবর ফলাও করে প্রচার করত। এতে ভয় পেয়ে আত্মসমর্পণ করত অনেকে।

এদের প্রতি মানবিক ছিল চেঙ্গিস খানের লোকেরা। এভাবেই চীনের আধুনিক প্রযুক্তি তারা পায়। চীনের একজন বিজ্ঞানী আগেই ভয় পেয়ে আত্মসমর্পণ করেছিল তার কাছ থেকে। চেঙ্গিস খানের ভয় দেখানো টেকনিক এত মারাত্মক ছিল যে, চীন যখন বেইজিং এ একদল ভাড়াটে সৈন্য পাঠাল এরা যুদ্ধ করার বদলে চেঙ্গিস খানের দলে যোগ দেয়। এটা অংশত ছিল ভয়ে।

মুরাদুল ইসলাম