প্রশংসা ও নিন্দা বিষয়ে

প্রশংসা করতে সৎসাহস লাগে। অন্যরে প্রশংসা মানে নিজের জেলাসির বিরুদ্ধে গিয়ে বলা। অর্থাৎ, প্রতিকূলে নৌকা বাওয়া। প্রশংসা বলতে এখানে সৎ প্রশংসাই বুঝাচ্ছি। কার্যসিদ্ধির জন্য তেলানো নহে।

আর নিন্দা অথবা আক্রমণ সমালোচনায় সৎসাহস লাগে তুলনামূলক কম। কারণ অনেক ক্ষেত্রে এই সমালোচনা জেলাসি উদ্ভূত। বা ঈর্ষার সায় থাকে। ব্যাপারটা এখানে অনুকূলে নৌকা বাওয়া।

মুরাদুল ইসলাম