পড়া জিনিসটা কী এটা বুঝতে পারলেই একজন বুঝতে…

পড়া জিনিসটা কী, এটা বুঝতে পারলেই একজন বুঝতে পারবেন পড়া কীভাবে কাজ করে। মার্শাল ম্যাকলুহান বলেছিলেন যেকোন বড় অভিধান দেখলে দেখতে পাবেন কেউ, টু রিড এর অর্থ হচ্ছে টু গেজ, মানে অনুমান করা। একটা শব্দের নানা অর্থ আছে নানা কনটেক্সটে। কোনটা বুঝবেন, সেটার জন্য খুবই দ্রুত অনুমানের ভেতর দিয়ে যেতে হয় ও কানেকট করতে হয়। এই জিনিস যে করতে পারে না, সে বেশী বই পড়লেও কিছু হবে না। আর যে এই জিনিস পারে সে যত পড়বে তত তার এই ক্ষমতা বাড়তে থাকবে।

মুরাদুল ইসলাম