নাসিম নিকোলাস তালেবের উক্তি

এক-পাঁচ

এক
হিরোরা জিতলেন না হারলেন সে হিসাবে হিরো হন না। তারা হিরো তাদের হিরোইক আচরনের জন্য।

দুই
ট্রায়াল এবং এরর হচ্ছে স্বাধীনতা।

তিন
আধুনিকতাঃ আমরা তৈরী করেছি হিরোইজমহীন তারুণ্য, প্রজ্ঞা ছাড়া বয়েস, এবং মাহাত্ম্য ছাড়া জীবন।

চার
জ্ঞানের কাছে একাদেমিয়া হলো প্রস্টিটিউশনের কাছে প্রেমের মতো, দেখতে প্রায় কাছাকাছি, কিন্তু আপনি গর্দভ না হলে আপনার কাছে দুইটা এক না।

পাঁচ
আধুনিকতা নৈতিকতাকে আইন দ্বারা প্রতিস্থাপিত করেছে, এবং ভালো আইনজীবীর মাধ্যমে আইনের ফাঁকফোকড় বের করা যায়।

 

ছয় থেকে দশ

ছয়
শিক্ষা প্রজ্ঞাবানকে আরেকটু প্রজ্ঞাবান করে আর গর্দভকে পরিনত করে বিশাল গর্দভে।

সাত
যে চারিত্রিক গুণ আমি সবচেয়ে বেশী সম্মান করি তা হলো পাণ্ডিত্য ও যখন অর্ধ-মানবেরা তাদের খ্যাতি নষ্ট হবে ভেবে চুপ করে থাকে তখন উঠে দাঁড়ানোর সৎসাহস। যেকোন ইডিয়টই তো বুদ্ধিমান হতে পারে।

আট
আপনিই হলেন সেই ব্যক্তি যার সাথে ভিন্নমত পোষন করতে আপনি সবচেয়ে বেশী ভয় পান

নয়
একজন মানুষের কাকে ইন্টারেস্টিং মনে হয় জেনে আপনি বলতে পারবেন মানুষটি কতো আন-ইন্টারেস্টিং।

দশ
একজন গর্দভের সংস্পর্শ এড়িয়ে চলা একজন জ্ঞানীর সংস্পর্শে থাকার সমান।

মুরাদুল ইসলাম