দি মাঞ্চুরিয়ান ক্যান্ডিডেট

 

কোরিয়ান যুদ্ধে আমেরিকান কিছু সৈন্যদের ধরে চীনের মাঞ্চুরিয়াতে নেয় রাশান সৈন্যরা। সেখানে তাদের ব্রেইনওয়াশ করা হয়। এরপর তাদের কাজে লাগানো হয় একজন রাশার চর আমেরিকান রাজনীতিবিদকে সাহায্য করার কাজে। রিচার্ড কন্ডনের রাজনৈতিক থ্রিলারের উপর ভিত্তি করে ১৯৬২ সালে নির্মিত ফিল্ম। এইটি দারুণ রাজনৈতিক থ্রিলার ফিল্ম হিসেবে। আরেকটি রাজনৈতিক থ্রিলার আছে, রোমান পোলানস্কির ঘোস্ট রাইটার। ওইটাও ভালো।

মুরাদুল ইসলাম