দলবাজি

মানুষের আদিম প্রবণতা হইল দল করা। দল না করলে তারা নিজেরে হুমকির মুখে মনে করে। সেই জঙ্গলে থাকা কাল থেকে এই প্রবণতা তার মধ্যে। কেউ কেউ লিবারেল দলে যায়, কেউ রক্ষণশীলতার দলে ভীড়ে।

তা না হইলে বিনোদনের কারণেও লোকে দল করে। যেমন, বার্সা, রিয়াল ইত্যাদি।

এটা মানুষের এক প্রাকৃতিক বৈশিষ্ট্য। তাই বাঙালী খালি দলাদলি করে বলে যে অভিযোগ তা ঠিক নয়। সবাই দলাদলি করে, তার অবচেতন স্বস্থির কারণেই দলে দলে ভাগ হয়।

মুরাদুল ইসলাম