ঢাকার অধিবাসীদের ইংরেজ বিরোধী আন্দোলন কেন হইয়াছিল?

একটু ইতিহাস পড়া যাউক। উনবিংশ শতকে ইংরাজরা ঢাকার ক্ষমতায়। অত্যধিক মামলা ও কলহপ্রবণতায় ব্যস্ত ঢাকাবাসী। তারা মনে করতো চিরকাল অন্যের হাতে শাসিত হওয়াই তাদের নিয়তি। তাই বৃহত্তর স্বার্থে এক হয়ে তারা কোন আন্দোলন করে নি।

তাদের প্রকৃতি ছিল এমন, শাসক ভালো হলে আশীর্বাদ রূপে গ্রহণ করত। খারাপ হলে তার শাসনকাল শেষ হবার অপেক্ষা করত নিরবে।

কিন্তু ইংরাজদের বিরুদ্ধে একবার তারা আন্দোলনে নেমে গিয়েছিল। সাধারণ জনতা ও গণ্যমান্যরা। কেন সেই অত্যাশ্চর্য ঘটনাটি ঘটলো?

১৮১০ সালে এই ঘটনা হয়। ঐ সময় ঢাকা নগরীতে গৃহ-কর ধার্য করা হয়েছিল। এই কর তোলে দেবার দাবীতে, স্ট্যাম্প শুল্ক রহিতকরনের দাবীতে তারা নেমেছিল পথে। এক পর্যায়ে কাছারি লুট হবার আশংকা দেখা দেয়।

সৈন্যদল তলব করা হয়। জনতা ছত্রভঙ্গ হয়। এরপর দিন শান্তিতে তাদের সাথে আলোচনায় বসে ইংরাজরা।

 

রেফারেন্সঃ প্রাচ্যের রহস্য নগরী, এফ বি ব্রাডলী বার্ট।

মুরাদুল ইসলাম