ডায়োজিনিসের অহংকার

দার্শনিক ডায়োজিনিস যে আলেকজান্ডারকে সরে দাড়াইতে বলেছিলেন, তা এইজন্য না যে তিনি জীবন বিষয়ে উদাসীন। আলেকজান্ডার কে তিনি জানতেন। এও বুঝতে পারছিলেন লোকটি সত্যিই থাকে সাহায্য করতে এসেছে।

কিন্তু তারে সরে দাঁড়াইতে বলে তিনি তারে তাচ্ছিল্য করেন। এটাই ডায়োজিনিসের দার্শনিক অবস্থান, ও সিগনালিং। তিনি অন্য সবাইরে সিগনাল দিলেন যে তিনি স্বাধীন, সম্রাটরেও গুনেন না

মুরাদুল ইসলাম