টাকাই একমাত্র ক্যাপিটাল না। সোশ্যাল, কালচারাল ক্যাপিটালও আছে। পিয়েরে বর্দিয়্যুর লাইনে গিয়ে বলা। ধরা যাক, আমার কালচারাল ক্যাপিটাল দরকার, আমি টাকা দিয়া এটা কিনতে পারি।
পরে এই এই ক্যাপিটাল ভাঙাইয়া এর চাইতে বেশি ক্যাপিটাল, বা ওই পরিমাণ টাকায় যে পরিমাণ ক্ষমতা পাইতাম তার চাইতে বেশি ক্ষমতা, বা স্যাটিসফেকশন নিতে পারি।
যারা নানারকম জনহিতকর ভালো কাজ করে সোশ্যাল, কালচারাল ক্যাপিটাল বাড়ান, এদের সবাই খারাপভাবে ওই ক্যাপিটাল এনক্যাশ করবেন, এটা হয়ত না, বাট অনেকে করবেন। সেইদিন মূল্য আরও অনেকরেই দিতে হবে।