টকশোতে উপস্থাপকের কাজ..

টকশোতে উপস্থাপকের কাজ আর উপস্থাপিতের কাজ এক না। মূর্খ হিশাবে কেউ ধরে নিতে পারে দুইজনই যেহেতু মানুষের মত দেখতে এবং একই মঞ্চে, তাই তাদের কাজ সম্ভবত একই।

উপস্থাপক উপস্থাপিতের চাইতে বেশি কথা বললে, কথা কাইড়া নিলে, বাজে এটিচ্যুড দেখাইলে, এসব বাঁশের চাইতে কঞ্চি বড় অবস্থা হয়। কারণ ওই লোকটারে আনা হইছে তার কথা উপস্থাপন করতে। উপস্থাপক নিজেই মঞ্চের আলো নিজের উপর নিয়া নিতে চান। আনচেকড নার্সিসিজমের প্রবণতা।

আপনি যখন উপস্থাপক তখন আপনি কঞ্চির ভূমিকায় আছেন, এখন যতোই জানেন বা না জানেন। বাঁশরে কথা বলতে দেন। এবং এও মনে রাখা উচিত, গোয়েন্দা শার্লক হোমস বা কোন আদালতের উকিলের ভূমিকায়ও আপনি অভিনয় করতেছেন না, যে খুঁচাইয়া সত্য বের করে মহান আদালতের সামনে কিছু প্রমাণ করবেন। এই ধরণের প্রবণতা পপুলিস্ট, পাবলিক বিনোদন পায়।

মুরাদুল ইসলাম