জ্যুইশ দার্শনিক মুসা বেন মাইমন বা মাইমোনেডিসের সমাধিফলকের…

জ্যুইশ দার্শনিক মুসা বেন মাইমন বা মাইমোনেডিসের সমাধিফলকের লেখাটা আমার কাছে সবচাইতে অসাধারণ লাগে, তার সম্পর্কে প্রবাদ ছিল বাংলা করলে দাঁড়ায়, মুসা ও এই মুসার মাঝে মুসার মত কেউ আসেন নাই।

এর অর্থ হল, জ্যুইশদের জন্য বানী নিয়ে আসছিলেন নবী মুসা। সেই মুসা ও মুসা বেন মাইমনের ভেতরের সময়কালে, দ্বিতীয় মুসা অর্থা মাইমোনেডিসের মত আর কেউ আসেন নাই।

মুসা নিয়া আসছিলেন বানী, মাইমোনিডেস করে গেছেন তার ব্যাখ্যা। সেইজন্যই তারে এই সম্মান দেয়া হয়েছিল প্রবাদ বাক্যে।

তখনকার সময়ে ফিলোসফার বলতে ছিলেন একজন, যাকে সবাই দি ফিলোসফার নামে লেখতেন। দি ফিলোসফার বললেই বুঝা যেত তার সম্পর্কে বলা হচ্ছে, নাম বলা লাগত না। তিনি হলেন এরিস্টটল।

আর দি কমেন্টেটর বলা হত আন্দালুসিয়ার ইবনে রুশদকে। কারণ তিনি এরিস্টটলের কাজের উপর কমেন্টারি লিখেছিলেন। তার এই কমেন্টারির উপর ভর করেই মাইমোনেডিস তার গাইড ফর দি পারপ্লেক্সড লিখেন। এবং মাইমোনেডিসের মৃত্যুর বারো বছর পরে জন্মানো থমাস একুইনাসও তার সুম্মা থিওলজিক্যা লিখেন ইবনে রুশদের কমেন্টারির সাহায্যে। তারা দুইজনই দি ফিলোসফার ও দি কমেন্টেটর নামে আগের দুইজনকে সম্মানের সাথে উল্লেখ করেছেন তাদের লেখায়।

অনেক মানুষ না বুঝে খারাপ বুঝাতে মধ্যযুগীয় শব্দটা লিখেন, তারা হয়ত জানেন না যে ওই সময় ইবনে রুশদ, মাইমোনেডিস বা থমাস একুইনাসদেরও সময় ছিল।

মুরাদুল ইসলাম